ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে ফাস্ট ফাইনান্সের করা মামলা খারিজ
অনলাইন ডেস্ক
তুহিন রেজা

ফার্স্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তুহিন রেজার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গত বুধবার যুগ্ম-জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত ঢাকায় মামলাটি খারিজ করা হয়। এর আগে ২০২২ সালে মামলাটি করেন ফাস্ট ফাইনান্স লিমিটেড।  

এ ব্যাপারে তুহিন রেজার আইনজীবী বলেন, অভিযোগের কোনো সত্যতা নাই। তিনি দায়িত্বে থাকাকালে অবৈধভাবে কোনো ধরনের টাকা গ্রহণের কোনো ঘটনা ঘটে নাই। মূলত তুহিন রেজাকে হয়রানি ও হেনস্থা করার উদ্দেশ্যে মিথ্যা বর্ণনায় অত্র মোকদ্দমা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে ফাস্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তুহিন রেজা বলেন, বিচার বিভাগের উপর আমার বিশ্বাস ছিল, তাই ন্যায়বিচার পেয়েছি।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর