সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাকে কাকে ভোট দিয়েছেন সেটা সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সকাল ১০টার ৫৫ মিনিটের দিকে নগরীর দুর্গাকুমার পাঠশালা ভোট কেন্দ্রে তিনি ভোট দেন।
এরপর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন নগরীর ১৫নং ওয়ার্ডের বাসিন্দা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেন, মেয়র পদে আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরানকে ভোট দিয়েছেন। আর কাউন্সিলর পর পদে ভোট দেন ১৫ ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী আবদুল বাকেরকে।
এদিকে, নির্বাচন শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিএনপির আসলে কোনো লোকজনই নেই। সেই জন্য তারা এজেন্ট পায়নি। এখন মিথ্যাচার করছে।’
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৮/মাহবুব