ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

লোকগানের জনপ্রিয় শিল্পী অমর পাল আর নেই
অনলাইন ডেস্ক

বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী অমর পালের (৯৭) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তার। শনিবার সকালেও ছাত্র-ছাত্রীদের গানের ক্লাস করিয়েছেন অমর পাল। তার পরই অসুস্থ হয়ে পড়েন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।  

সুরকার ও গায়ক অমর পালের জন্ম ১৯২২-এর ১৯ মে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। মা দুর্গাসুন্দরী দেবীর কাছে লোকসংগীতে হাতেখড়ি হয় তার। আট বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ওস্তাদ আলাউদ্দিন খানের ছোট ভাই আয়েত আলি খানের কাছে। ১৯৫১-এ আকাশবাণী কলকাতা কেন্দ্রের লোকসঙ্গীত শিল্পী হিসেবে গান পরিবেশন করেন। দেবকী বসু, সত্যজিৎ রায়ের পরিচালিত ছবিতে গান গেয়েছিলেন তিনি। সঙ্গীত নাটক অ্যাকাডেমিসহ দেশে, বিদেশে একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন অমর পাল।

মৌলিক ও প্লেব্যাক মিলিয়ে দেড় হাজার গানের রেকর্ড আছে তার। ‘হীরক রাজার দেশে’ ছবিতে অমরের গাওয়া ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ জনপ্রিয় হয়েছিল। এ ছাড়া তার প্রভাতী সঙ্গীত, ভাটিয়ালি গানও শ্রোতারা মনে রাখবেন।

সূত্র: আনন্দবাজার

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর