ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কাজী সাইফ আহমেদের নাটক 'সারপ্রাইজ ডে'
অনলাইন ডেস্ক

জয়ী ও রুমেল আদর্শ দম্পতি। জয়ী ভীষণ স্বামী ভক্ত। তাদের পাঁচ বছরের সংসার। রুমেল ব্যবসায়ের কথা বলে গাজীপুরে রাফার সাথে সময় কাটায়। রাফা তালাকপ্রাপ্ত, উচ্ছৃংখল স্বভাবের মেয়ে। এদিকে, বিবাহবাষির্কীতে রুমেলকে চমকে দিতে জয়ী গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এভাবে 'সারপ্রাইজ ডে' নাটকের গল্প এগিয়ে যায়.. ।

'সারপ্রাইজ ডে' রচনা করেছেন রুদ্র মাহফুজ। নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এস এন জনি, শিপন মিত্র, শ্যামন্তি শৌমি, সবুজ, আশরাফুল আলম সোহাগ প্রমুখ।

নাটক সম্পর্কে মম ও জনি বলেন, একেবারে ভিন্ন ধাঁচের গল্পে কাজ করলাম। নাটকটি গতানুগতিক ধারার বাইরে। দর্শকরা দেখে খুব উপভোগ করবেন। 

নাটকটি প্রযোজনা করেছেন রাসেল সিদ্দিকী। নাটকটি বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলাতে শুক্রবার রাত ৯টায় প্রচার হবে।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর