ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আরকে স্টুডিওর জায়গায় হচ্ছে আবাসিক ভবন ও বিলাসবহুল মার্কেট
অনলাইন ডেস্ক

ভারতের বিখ্যাত আরকে স্টুডিও ভেঙে আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। মুম্বাইয়ে ২.২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ স্টুডিওতে একটি বিলাসবহুল মার্কেটও নির্মাণ করা হবে। যেখানে অধ্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে।

ভারত স্বাধীন হওয়ার এক বছর পর ১৯৪৮ সালে স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কাপুর প্রতিষ্ঠা করেছিলেন এই স্টুডিওটি। এখান থেকেই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান আর কে ফিল্মসের কার্যক্রম পরিচালিত হতো। 

গত বছর এই স্টুডিও আবাসন ব্যবসা প্রতিষ্ঠান গোদরেজ প্রপার্টিজ লিমিটেডের কাছে বিক্রি করে দেয় কাপুর পরিবার। তবে কত টাকায় তা বিক্রি হয়েছে সে বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, ১৮০ কোটি রুপিতে বিক্রি হয়েছে আর কে স্টুডিও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর