ঢাকা, বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

মুক্তি পেল শাকিব-বুবলী’র ‌ঈদের গান! (ভিডিও)
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

দরজায় কড়া নাড়ছে ঈদ। এই আনন্দকে আরও রাঙিয়ে দিতে আজ মুক্তি পেল জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী’র ঈদের গান ‘ঈদ মোবারক’। ‘পাসওয়ার্ড’ সিনেমার প্রথম গান ‘পাগল মন’ ভাইরাল হওয়ার পর শাকিবের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে উন্মুক্ত হলো গানটি।

জানা গেছে, প্রিয় চট্টপধ্যায়ের লেখা এই গানের সুর ও সঙ্গীত করেছেন জনপ্রিয় গায়ক আকাশ। আর গানের তালে রঙিন পোশাকে নেচেছেন শাকিব খান, শবনম বুবলী ও ইমন। বলিউড কোরিওগ্রাফার পবন শেঠি ও ববের নির্দেশনায় গানটিতে এই তিন তারকার সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন ৩০০ ছেলে-মেয়ে।

এসকে ফিল্মস প্রযোজিত 'পাসওয়ার্ড' ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। ছবির ট্রেলারটিও বেশ নজড় কেড়েছে ভক্তদের। এ ছবিতে  বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডন ও ইমনসহ অনেকে। 

জানা গেছে, একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ছবিটি নির্মিত হয়েছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করলেন শাকিব খান।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর