ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গঠিত হলো বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জয়ন্ত চট্টোপাধ্যায়কে আহ্বায়ক এবং রূপা চক্রবর্তীকে সদস্য সচিব করে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ’র ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে দেশের বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমন্বয়ে ১৯ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদ গঠিত হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে এক ভার্চুয়াল সভার মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়। সংসদের প্রধান উপদেষ্টা করা হয়েছে মঞ্চসারথী আতাউর রহমানকে।

উপদেষ্টারা হচ্ছেন-সুবর্ণা মুস্তাফা, এমপি, আবেদ খান, কাজী মদিনা, অধ্যাপক নিরন্জন অধিকারী, সানজিদা আখতার, ম. হামিদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, কবি রাম চন্দ্র দাস, আব্দুল হালিম দোভাষ, কবি আসাদ চৌধুরী, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি কামাল চৌধুরী, কবি মিনার মনসুর, কবি শ্যামসুন্দর সিকদার ও কবি মারুফুল ইসলাম।

সংসদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে-পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ, বেলায়েত হোসেন, ড. শাহাদাৎ হোসেন নিপু, হাসানুজ্জামান কল্লোল, দেওয়ান সাঈদুল হাসান ও জসিম উদ্দিন বকুল।

যুগ্ম সদস্য সচিবরা হচ্ছেন-মাসকুর-এ-সাত্তার কল্লোল, নাজমুল আহসান, আবু নাছের মানিক, মাসুম আজিজুল বাসার, মজুমদার বিপ্লব, ফারুক তাহের, সুকান্ত  গুপ্ত ও মো. মুজাহিদুল ইসলাম। এর বাইরে দেশের বিভিন্ন জেলার আরো ৪৩ জনকে সদস্য করা হয়েছে।

প্রসঙ্গত, বিজয়ের সুবর্ণরেখায় দাঁড়িয়ে চিরায়ত বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক চেতনার প্রতি দায়বদ্ধতা থেকে মৌলবাদী শক্তির উৎখাত এবং দেশব্যাপী সংস্কৃতিকর্মীদের সৃজন ও সংগ্রামকে বিস্তৃত করার ব্রত নিয়ে ব্যক্তিগত, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক চর্চায় নিষ্ঠ আবৃত্তিশিল্পীদের যূথবদ্ধ মুখপাত্র হিসেবে যাত্রা শুরু করছে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ’।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর