ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

প্রমোদতরিতে কোনো মাদক পাওয়া যায়নি : এনসিপি
অনলাইন ডেস্ক
আরিয়ান খান। ফাইল ছবি

মাদক মামলায় গ্রেফতার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। গত ৩ অক্টোবর মুম্বাই উপকূলে এক প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে এখন ভারতের রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। দেশটির দ্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) এ ঘটনাকে নাটক বলছে।

এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেন, ‘এই অভিযান ছিল ভুয়া। প্রমোদতরিতে তারা কোনো মাদক পায়নি।’ এনসিপির ওই নেতার অভিযোগ, একটি ভিডিওতে আরিয়ান খানকে নিয়ে আসার সময় গোসাভি নামের একজনকে দেখা গেছে, যিনি এনসিবির কর্মকর্তা নন। লোকটির সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল বলছে, তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক প্রাইভেট ডিটেকটিভ। ‌ 

আরেকটি ভিডিওর উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে দেখা গেছে- আরবাজ মার্চেন্টকে নিয়ে যাচ্ছেন দুজন লোক, তাদের একজন বিজেপি সদস্য।  যদি তারা এনসিবির কর্মকর্তা না হন, তাহলে তারা কেন এই গুরুত্বপূর্ণ দুজন মানুষকে (আরিয়ান খান ও আরবাজ মার্চেন্ট) ধরে আনেন।’ 

তবে বিজেপি বলেছে, এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। যদি তাই হতো, তাহলে আদালত বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন মঞ্জুর করতেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোও বলেছে, এমন দাবি ভিত্তিহীন। 

গত শনিবার গোয়ামুখী একটি প্রমোদতরি থেকে মাদক উদ্ধারের অভিযানের পর এখন পর্যন্ত আরিয়ান খানসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস, ট্রিবিউন ইন্ডিয়া 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর