ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে ৫ কারণে সেন্সর ছাড়পত্র পায়নি ‘প্রেমকাহন’
অনলাইন ডেস্ক

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না ‘ম্যাডাম ফুলি’ খ্যাতি অভিনেত্রী সিমলার নতুন ছবি ‘প্রেমকাহন’। ছবিটির পরিচালক রুবেল আনুশ জানিয়েছেন, সেন্সর না পাওয়ায় তিনি এখন ছবিটির বিকল্প প্রদর্শনের ব্যবস্থা করবেন। সেন্সর বোর্ড ২ নভেম্বর ছবিটি জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয় বলে প্রযোজককে চিঠি দেয়। সে চিঠিটিতে তারা পাঁচটি কারণ দেখায় ছবিটিকে সেন্সর না দেওয়া এবং প্রদর্শন নিষিদ্ধ করার কারণ হিসেবে। কারণগুলো হলো : 

চলচ্চিত্রটির কাহিনি অসংলগ্ন ও অশ্লীল’ চলচ্চিত্রটিতে যুব-কিশোরদের অনৈতিক কাজে উদ্বুদ্ধ করা এবং অশ্লীল অঙ্গভঙ্গি ও সংলাপ রয়েছে; মানুষের যৌন জীবনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে; সামাজিক ও ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং চলচ্চিত্রটি প্রদর্শিত হলে সামাজিক শৃঙ্খলা, মূল্যবোধের অবক্ষয় ও সংহতি বিনষ্ট হওয়াসহ জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে।

চিঠিতে বলা হয়, এসকল মতের ভিত্তিতে এবং বিধিমালা অনুযায়ীন ‘প্রেমকাহন’ ‘জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয়’ বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজক চাইলে চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। পরিচালক রুবেল আনুশ জানিয়েছেন, ‘তিনি আপিল করবেন না। এমনকি ছবির দৃশ্য কাঁটছাট করে জমা দিয়ে সেন্সর চাইবেন না। ছবিটি বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা করবেন।’

‘প্রেম কাহন’ ছবিটি প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা, শিমুল খান, রুমাই নোভিয়া, মামুন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

বিডি প্রতিনিধি/ফারজানা



এই পাতার আরো খবর