ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নায়করাজ রাজ্জাকের স্মৃতিচিহ্ন জাদুঘরে
অনলাইন ডেস্ক
নায়করাজ রাজ্জাক

নায়করাজ রাজ্জাকের ব্যবহৃত কিছু জিনিসপত্র হস্তান্তর করা হয়েছে আর্কাইভের মিউজিয়ামে। এর মধ্যে আছে ব্যবহৃত ব্লেজার, চশমা, পাঞ্জাবি ও ক্যাপ।

নায়করাজ রাজ্জাকের ৮০তম জন্মদিন ছিল গতকাল রবিবার। এদিন জনপ্রিয় এ অভিনেতার ছেলে সম্রাটের হাত থেকে গতকাল এসব সামগ্রী গ্রহণ করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবীর।

২০২০ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এরই মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, শ্রুতি রেকর্ডিং স্টুডিও, চিত্রগ্রাহক এম এ সামাদ, সালাউদ্দিন, অভিনেত্রী সুলতানা জামান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, অভিনেতা আজিম, অভিনেত্রী সুজাতাসহ বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বের ব্যবহৃত দ্রব্যাদি, যন্ত্রপাতি।

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর