ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পরের জন্মে যেন আর লতা না হই, সুরসম্রাজ্ঞীর এমন আক্ষেপ কেন?
অনলাইন ডেস্ক

নিজেকে আড়ালে রাখতে খুব কম মানুষের কাছেই মুখ খুলতেন লতা মঙ্গেশকর। তার মধ্যে জাভেদ আখতারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শেষ ইচ্ছা জানিয়েছিলেন ভারতীয় উপমহাদেশের এই সুরসম্রাজ্ঞী।

জাভেদ আখতার জানতে চেয়েছিলেন, পরের জন্মে কী হতে চান লতা? বিষণ্ণ হাসি হেসে কিংবদন্তি গায়িকা বলেছিলেন, ‘‘আর যেন জন্মাতে না হয়! যদি জন্মাতেই হয়, তাহলে অন্য কিছু হব। লতা মঙ্গেশকর হয়ে যেন আর না জন্মাই।’’

লতা-জাভেদের সেই সাক্ষাৎকার ভিডিও কিংবদন্তি গায়িকার মৃত্যুর পর ভাইরাল হয়েছে। হাসিমুখ এই গায়িকার কণ্ঠে ঝরেছে কেবল আক্ষেপ। তাঁর দাবি, ‘‘লতা মঙ্গেশকর হতে গিয়ে বা হওয়ার পরে আমায় যে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, সে শুধু আমিই জানি।’’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর