ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ইমরান খানের আবেগি বার্তা
অনলাইন ডেস্ক
ইমরান খান-লতা মঙ্গেশকর।

সঙ্গীত শিল্পীর পরিচয় শুধুই সঙ্গীত শিল্পী। যাকে কোনও ভৌগলিক সীমারেখায় বাঁধা যায় না। লতা মঙ্গেশকর কাল সীমানার গণ্ডি পেরিয়ে সকলের আছেই অবিস্মরণীয়। প্রাণ ছুঁয়ে নেওয়া গানের মধ্যে দিয়েই তিনি চিরকাল বেঁচে থাকবেন মানুষের মনে। 

কিংবদন্তি লতা মঙ্গেশকরের প্রয়াণে পাকিস্তানেও বিরাজ করছে শোকের ছায়া। সেদেশের মানুষও তার গানে ভালোলাগার অন্য মানে খুঁজে নিয়েছেন। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। 

সাবেক বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার টুইটারে লিখলেন, "লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ এমন এক অসাধারণ গায়িকাকে হারাল যাকে সারা বিশ্ব চিনত। সারা পৃথিবীর মানুষ তার গান শুনে অত্যন্ত আনন্দ পেয়েছে।"

উল্লেখ্য, গতকাল রবিবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ৮.১২ মিনিটে ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন  লতা মঙ্গেশকর। তার প্রয়াণে ভারতে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত



এই পাতার আরো খবর