ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হলিউডকে নকল করতে গিয়ে ডুবছে বলিউড, দাবি রাবিনার
অনলাইন ডেস্ক
রাবিনা ট্যান্ডন

কানাড়া ছবি ‌‘কেজিএফ: চ্যাপ্টার টু’তে প্রভাবশালী রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন। পহেলা বৈশাখে মুক্তি পাওয়া ছবিটির আয় ১০০০ কোটি রুপি ছুঁইছুঁই করছে। সম্প্রতি মুক্তি পাওয়া দক্ষিণী ছবি ‘আরআরআর’ও হাজার কোটি রুপির ব্যবসা করেছিল। বক্স অফিসে তাক লাগিয়েছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা’ও। কিন্তু বলিউড ছবি ক্রমেই পিছিয়ে পড়ছে আয়ের নিরিখে। বলিউডকে টেক্কা দিচ্ছে দক্ষিণের ছবিগুলো। বলিউড কেন ক্রমেই পিছিয়ে পড়েছে তার কারণ ব্যাখ্যা করেছেন রাবিনা।

রবিনার মতে, হলিউডের ছবিকে নকল করতে গিয়েই ডুবছে বলিউড। হলিউডের অন্ধ অনুকরণ মানুষ ভাল চোখে দেখছেন না। দক্ষিণের ছবির সাফল্যের রহস্যও তিনি জানিয়েছেন। তার মতে, ‘দক্ষিণের ছবি তৈরি হয় দেশীয় গল্পের উপর ভিত্তি করে। এর ফলে দর্শকরা নিজেকে সম্পৃক্ত করতে পারেন গল্পের সঙ্গে। এটাই দক্ষিণের ছবির সাফল্যের রহস্য।’

তিনি বলেন, ‘নব্বই দশকের বলিউড ছবির গান ও গল্পে ছিল দেশীয় ছোঁয়া। তার পর থেকে হলিউডের নকল করা শুরু হয়। বলিউড ছবিতে পশ্চিমী সংস্কৃতির প্রভাব, নায়কের বা ভিলেনের চপারে যাতায়াত—এ সব আরও দূরে সরিয়েছে ভারতীয় দর্শককে। অন্য দিকে, দক্ষিণী ছবিতে দেশের গল্প, দেশীয় সংস্কৃতির ছোঁয়া থাকার ফলে মানুষের মধ্যে তার আকর্ষণ বাড়ছে। এমনকি অ-হিন্দিভাষী ভারতীয়রাও দক্ষিণের ছবি দেখতে হলে ভিড় করছে।’

সূত্র : আনন্দবাজার

 

বিডি প্রতিদিন/ফারজানা 



এই পাতার আরো খবর