ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডিক্যাপ্রিওর টুইটে বলসোনারোর ক্ষোভ
অনলাইন ডেস্ক
জেইর বলসোনারো ও লিওনার্দো ডিক্যাপ্রিও

হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও পরিবেশবাদী হিসেবেও পরিচিত। ‌দুইদিন আগে টাইটানিক তারকা টুইট করেছিলেন, ‘ব্রাজিলে অবস্থিত আমাজন ও অন্যান্য ইকোসিস্টেম জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে যা ঘটে তা বিশ্বের সবার জন্য গুরুত্বপূর্ণ। সেখানে তরুণদের ভোট স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

লিওনার্দো ডিক্যাপ্রিওর টুইটে ক্ষিপ্ত হয়েছেন বলসোনারো। তিনি বলেছেন, ‌‘লিও, আপনার সমর্থনের জন্য ধন্যবাদ! আসন্ন নির্বাচনে সব ব্রাজিলিয়ানের ভোটই গুরুত্বপূর্ণ। আমাজনের সার্বভৌমত্ব ধরে রাখতে চায় নাকি বিদেশিদের স্বার্থে কাজ করা চক্র দ্বারা শাসিত হতে চায় সে বিষয়ে ব্রাজিলের মানুষই সিদ্ধান্ত নেবে।’ 

২০১৯ সালে ব্রাজিলের ক্ষমতায় আসেন বলসোনারো। পরিবেশবাদীদের অভিযোগ, বলসোনারো সরকারের পরিবেশ বিষয়ক নীতিতে ত্রুটি রয়েছে। তার বিরুদ্ধে বন উজাড়ে অনুমতি দেওয়ারও অভিযোগ রয়েছে। 

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর