ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জিৎ নাকি রাজনীতিই বোঝেন না!
অনলাইন ডেস্ক
জিতেন্দ্র মদনানী জিৎ।

ওপার বাংলার অভিনেতাদের দলে ভিড়ে যাওয়া নতুন কোনও ঘটনা নয়। দেব থেকে মিঠুন চক্রবর্তী সবাইকেই দেখা যায় রাজনীতির ময়দানে নানা দলের প্রতীক গায়ে চড়াতে, নানা মঞ্চে উঠে কথার ফুলঝুড়ি ছোটাতে।

সেই ফুরফুরে রাজনৈতিক বাতাসের মুখে দাঁড়িয়েই টলিউড সুপারস্টার জিতেন্দ্র মদনানী, ভক্তদের কাছে যিনি জিৎ হিসেবেই বেশি পরিচিত; তার কাছে প্রশ্ন ছিল, রাজনৈতিক দলে তিনি ডাক পেয়েছেন কিনা কিংবা তিনি রাজনীতিতে জড়াতে চান কিনা?

পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারের সাথে লাইভ আড্ডায় সেই প্রশ্নের জবাব সুকৌশলে এড়িয়ে গেলেন জিৎ। বর্তমানে রাবণ সিনেমার প্রচারে ব্যস্ত থাকা জিতের ভাষ্য তিনি রাজনীতি বোঝেন না, তাই সেসব নিয়ে কথাও বলতে চান না।

এই অভিনেতার দাবি, তিনি রাজনীতি সম্বন্ধে কিছু বোঝেন না বলেই এই মঞ্চে তাঁকে কোনও দিন দেখতে পাওয়া যায়নি। আগামী দিনেও হয়তো দেখতে পাওয়া যাবে না। রাজনীতি তাঁর জন্য নয়। জিৎ কেবল অভিনয়টাই জানেন, বোঝেন। যাপন করেন। তাই তার বাইরে বিশেষ করে রাজনীতির মঞ্চ থেকে ডাক পেলেও সেই ডাক সযত্নে এড়িয়ে গিয়েছেন। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর