ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পণ্ডিত ভজন সোপোরি আর নেই
অনলাইন ডেস্ক

সন্তুর-বাদক পণ্ডিত ভজন সোপোরি আর নেই। বৃহস্পতিবার দুপুরে দেশটির গুরগাঁওয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছি ৭৪ বছর। এই সংগীতশিল্পী শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হলো তার।

লোকে তাকে বলতেন ‘সন্তুর সন্ন্যাসী’। ধ্রুপদী সংগীতের জগৎ আলো করে ছিলেন পণ্ডিত ভজন সোপোরি। আসল নাম ভজন লাল। ১৯৪৮ সালে শ্রীনগরে জন্ম সন্তুর-শিল্পীর। তবে কেবল সন্তুরের সুরেই তার খ্যাতি নয়। 

মৌলিক সুরস্রষ্টা হিসেবেও জনপ্রিয় হয়েছিলেন এই কাশ্মীরি বাদক। তার প্রয়াণে সন্তুরের দুনিয়ায় এক যুগের অবসান ঘটল। শোকের ছায়া ভারতীয় ধ্রুপদী সংগীতমহলে। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর