ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মালয়েশিয়ায় সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতল ‘রেহানা’ ছবির জাইমা
অনলাইন ডেস্ক
জাইমার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু

মালয়েশিয়ায় ‘গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ড’ জিতেছে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের শিশুশিল্পী আফিয়া জাহিন জাইমা। গত শনিবার সন্ধ্যায় জায়মার পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। 

রেহানা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী আজমেরী হক বাঁধন বলেন, ‘ইমু (জাইমা) মালয়েশিয়ায় সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছে। আমি ছোট্ট এই মেয়েটির জন্য ভীষণ খুশি ও গর্বিত। সে আমাদের রেহানা ছবির প্রাণ ছিল। অল্প বয়সেই সে দারুণ এবং স্বাভাবিক অভিনয় করেছে। এই খুশি বর্ণনা করা যাবে না। সে আমাদের জন্য আশীর্বাদ। আমরা কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও মালয়েশিয়ায় শুধু তার পক্ষ থেকে পুরস্কার পেয়েছি। দুর্ভাগ্যবশত সে আমাদের সাথে ছিল না। আমি ও বাবু ভাই তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছি।’ 

সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘এই সিনেমার মূল চরিত্র হলো বাঁধন। তার পরের চরিত্রটাই জাইমা। সে এমন একটা মেয়ে, যে কোথাও কোনো পারফর্ম করেনি। তার পরও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা করে সে বিজয়ী হয়েছে। ’

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর