ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ধারাবাহিক নাটক মহাজন
বৈশাখীতে প্রচারিত হবে মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে
অনলাইন ডেস্ক
ধারাবাহিক নাটক মহাজনের একটি দৃশ্য

মজিবুল হক খোকন পরিচালিত নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। নাট্যরূপ দিয়েছেন এন ডি আকাশ। নাটকটি প্রযোজনা করেছেন ইমরান খান। নাম ভূমিকায় অভিনয় করেছেন বড়দা মিঠু। আরও রয়েছেন-রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, রাশেদ মামুন অপু, রেবেকা, মৌমিতা মৌ, সাব্বির আহমেদ, তানিয়া সুলতানা, সায়কা আহমেদ, আশরাফুল আশিস, তারিক স্বপন, রকি খান ও সমু চৌধুরী প্রমুখ।

নাটক সম্পর্কে লেখক টিপু আলম মিলন বলেন, মহাজনের সুদের কারবারে অতিষ্ঠ হয়ে উঠে গ্রামের প্রতিটি মানুষ। চারদিকে নেমে আসে কষ্টের অমানিশা। তারা বুঝতে পারে, সুদের টাকায় মানুষের উপকারের চেয়ে অপকারই হয় বেশি। এমনকি বংশ পরম্পরায় সুদের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গ্রামের মানুষ। ইসলামে সুদকে নিষিদ্ধ করা হয়েছে সেটা মনে প্রাণে উপলব্ধি করতে থাকে তারা। তাই তারা সুদহীন জীবন গড়ায় অঙ্গীকারাবদ্ধ হয়। প্রকৃতপক্ষে মহাজন গল্পের মাধ্যমে সমাজের কিছু অমানুষ মহাজনের চরিত্র প্রতিফলিত হয়েছে।     

বিডি প্রতিদিন/এমআই   



এই পাতার আরো খবর