ঢাকা, সোমবার, ১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গ্র্যামি মনোনয়ন পেয়েছে ‘শুরুয়াত’, অ্যালবামে আছে আরমিন মুসার গানও
অনলাইন ডেস্ক
নাশিদ কামাল ও আরমিন মুসা

গ্র্যামি অ্যাওয়ার্ডে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছে বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের ‘শুরুয়াত’। এই অ্যালবামে মা-মেয়ে জুটি নাশিদ কামাল ও আরমিন মুসার গান ‘জাগো পিয়া’ও রয়েছে। ‘জাগো পিয়া’ লিখেছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী নাশিদ কামাল এবং কণ্ঠ দিয়েছেন তার মেয়ে আরমিন।

নাশিদ কামাল ও আরমিন মুসা বাংলাদেশিদের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় মিউজিক্যাল অ্যাওয়ার্ডে এই সম্মান পেয়েছেন। অ্যালবামটিতে শঙ্কর মহাদেবন এবং ওস্তাদ জাকির হোসেনের মতো কিংবদন্তি এশিয়ান শিল্পীদের কাজও রয়েছে।

এই বিভাগে অন্যান্য মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছে বার্না বয়, আনুশকা শঙ্কর এবং মাসা তাকুমির মতো আন্তর্জাতিক সঙ্গীত তারকারাও রয়েছেন। ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসবে আগামী ৫ ফেব্রুয়ারি, লস অ্যাঞ্জেলেসে। 



এই পাতার আরো খবর