ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোন অভিনেত্রীর সঙ্গে নিজের তুলনা করলেন কঙ্গনা?
অনলাইন ডেস্ক
কঙ্গনা রানাউত (ফাইল ছবি)

বিস্ফোরক মন্তব্যে নয়, এবার নিজের সঙ্গে প্রবীনা অভিনেত্রীর তুলনা টেনে সকলকে অবাক করলেন পরিচালক-অভিনেত্রী কঙ্গনা রানাউত।

কঙ্গনা তার অল্প বয়সের চেহারার মিল খুঁজে পেলেন পুরনো দিনের বিখ্যাত অভিনেত্রী মধুবালার সঙ্গে। মধুবালার মৃত্যুবার্ষিকীতে কঙ্গনা জানালেন, শুরুর দিনগুলোতে তাকে অল্প বয়সের মধুবালার মতো দেখতে লাগত। মধুবালা ও তার ছবির একটি কোলাজ ভাগ করে নিয়ে ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, “মানুষ যেমন চান, আমি পর্দায় মধুবালা হয়ে যাই। তাই ভেবে দেখলাম। আমি যখন অভিনয় করতে শুরু করেছিলাম, মধুবালার অল্প বয়সের প্রতিরূপ ছিলাম কি?”

নিজের একটি ছবিও ভাগ করে নিয়ে কঙ্গনা যেন বিস্মিত হয়ে লিখেছেন, “হায় ঈশ্বর! ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সেই প্রথম বছর।”

প্রসঙ্গত, গত শতাব্দীর চল্লিশ-পঞ্চাশ দশকে এবং ষাটের দশকের প্রথম দিকে মধুবালা ছিলেন বলিউডের অন্যতম বড় তারকা। ১৯৬০-এ দিলীপ কুমার ও মধুবালা অভিনীত ‘মুঘল-ই-আজম’ ভারতে তৈরি অন্যতম বড় ছবি। ‘নীল কমল’(১৯৪৭), ‘মহল’(১৯৪৯), ‘তারানা’(১৯৫১), ‘চলতি কা নাম গাড়ি’(১৯৫৮), ‘হাফ টিকিট’( ১৯৬২) ইত্যাদি ছবিতে তার অভিনয় স্মরণীয় হয়ে আছে। মাত্র ৫৪ বছর বয়সে তিনি প্রয়াত হন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর