ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক তুঙ্গে, মুখ খুললেন পরিচালক
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

সম্প্রতি ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। এর পর থেকেই সিনেমাটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটিতে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন।

আগামী ৫ মে মুক্তি পাবে ‘দ্য কেরালা স্টোরি’। অভিযোগ, ট্রেলারে দেখানো হয়েছে, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ হয়ে যান, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। সিনেমার মাধ্যমে সংঘ পরিবার কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, এমনই অভিযোগ তোলেন কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালা সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকে সিনেমাটি সে রাজ্যে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে। সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুরও। বলে দেন, বাস্তবকে ভুলভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। বাকস্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে।

এসবের মধ্যেই এবার সিনেমাটির পক্ষে সুর চড়ালেন পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। তাদের দাবি, সিনেমাতে কেরালা কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোনও প্রসঙ্গ নেই। তাদের নিশানায় সন্ত্রাসবাদীরা।

এক সাক্ষাৎকারে পরিচালক সুদীপ্ত সেন জানান, “মাসের পর মাস এই বিষয়টি নিয়ে পড়াশোনার পর সিনেমাটি তৈরি করেছি। কোনও প্রযোজক পাচ্ছিলাম না। নির্যাতিতাদের সঙ্গে কথা বলার পর আমার ধারণা বদলে গিয়েছিল।”

প্রযোজক বিপুল শাহ বলেন, “কেরালা রাজ্যের বিরুদ্ধে সিনেমাতে কিছুই দেখানো হয়নি। এখানে টার্গেট জঙ্গিরা, মুসলিমরা নয়। কেরালার মুখ্যমন্ত্রীকে সিনেমাটি দেখার অনুরোধ জানাচ্ছি।”

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর