ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘অবসাদ’ শহরের অসুখ, গ্রামের মানুষের কাছে এটি অচেনা : নওয়াজউদ্দিন
অনলাইন ডেস্ক
ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী

অবসাদ যে এখন অন্যতম একটি সমস্যা, তা হয়তো অনেকেই একবাক্যে স্বীকার করে নেবেন। তবে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তার কথা, অবসাদের ধারণাটা একেবারে শহরকেন্দ্রিক। অর্থবানদের ঘরেই এই ব্যাধির জন্ম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মানসিক অবসাদ’র মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

নওয়াজউদ্দিনের দাবি, প্রাচুর্য থেকেই আসে অবসাদ। সরল জীবনে অবসাদের চিহ্নমাত্র থাকে না। যারা সুবিধাভোগী নন, তাদের কাছে এসব শব্দের কোনো অর্থ নেই।

তার মতে, অবসাদের ধারণা অনেক বেশি শহুরে। সেখানে ক্ষুদ্রতম আবেগকেও ফুলিয়ে-ফাঁপিয়ে দেখায় লোকজন। গ্রামের লোকজনের কাছে ‘অবসাদ’ শব্দটা এতটাই অচেনা যে, কেউ যদি তার বাবাকে বলে, ‘আমি অবসাদে ভুগছি’, বাবা তাকে চড়ই মেরে দেবেন।

তিনি বলেন, আমি যে জায়গা থেকে এসেছি, সেখানে এই সব অবসাদের কথা বাবাকে বললে টেনে এক চড় মেরে দিত। গ্রামে কেউ অবসাদে ভোগে না। ওখানে সবাই সুখী। আমি উদ্বেগ, অবসাদ, বাইপোলার-এসব শব্দ শিখেছি শহরে এসে।

নওয়াজউদ্দিনের মতে, সাধারণ মানুষ, যারা সুবিধাভোগী নন, তারা এ সব জানেন না। আপনি একজন শ্রমিক বা ফুটপাতবাসীকে অবসাদের বিষয়ে জিজ্ঞাসা করে দেখুন তো! অবসাদ কী, তারা জানেন না। টাকাপয়সা হাতে এলেই অবসাদের মতো সমস্যা গ্রাস করে।

মুক্তির অপেক্ষায় আছে নওয়াজউদ্দিনের রোমান্টিক কমেডি ‘জোগিরা সারা রা রা’। সিনেমাতে নওয়াজের বিপরীতে দেখা যাবে নেহা শর্মাকে। এটি ২৬ মে মুক্তি পাবে। এছাড়াও ‘ইমার্জেন্সি’ ও ‘আফওয়াহ’ নামে দুটি সিনেমাতেও দেখা যাবে নওয়াউদ্দিনকে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর