ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘বউয়ের বিদেশযাত্রা’
অনলাইন ডেস্ক
জিয়াউদ্দিন আলমের কাহিনি ও পরিচালনায় নতুন নাটকটি দেখা যাচ্ছে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে

বউকে বিদেশ পাঠানো নিয়ে গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটক ‘বউয়ের বিদেশযাত্রা’। জিয়াউদ্দিন আলমের কাহিনি ও পরিচালনায় নতুন নাটকটি দেখা যাচ্ছে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। 

সমাজের কিছু অসাধু আদম পাচারকারীর কাহিনি নিয়ে ‌‌নির্মিত হয়েছে এ নাটক। এতে অভিনয় করেছেন অভিনেতা জামিল হোসেন, ইমু সিকদার, সেলজুক তারিক, নূরে কাঞ্চন, ফাতেমা হিরা, আহমেদ ইশতিয়াক, নাসির উদ্দিন বুলবুলসহ অনেকে। 

‘বউয়ের বিদেশযাত্রা’ নাটকের সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসাইন দিল। 

নির্মাতা জানান, লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি ৯ জুলাই বিকাল ৩টায় প্রকাশ হয়েছে। আবহসংগীত করেছেন অনুরুদ্ধ শুভ এবং চিত্র গ্রহণ করেছেন আমির হামজা, সম্পাদনা ও কালার করেছেন টিডি দিপক।

নাটক নিয়ে জনপ্রিয় পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘জামিলকে নিয়ে আমার ৪ নম্বর প্রডাকশন এটি। এর আগে প্রবাসী ও মধ্যবিত্তদের গল্পে তিনটি নাটক করেছি আমরা। সেগুলো হিট ছিল। আশা করছি এবারও হিট হবে নাটকটি। আমি মনে করি ‘বউয়ের বিদেশযাত্রা’ নাটকটি মানুষকে বিনোদনের পাশাপাশি সচেতনও করবে।’

নাটকটি নিয়ে আশাবাদী অভিনেতা জামিল হোসেনও। তিনি মনে করেন, এ নাটক আদম পাচারকারীদের ব্যাপারে সতর্ক করবে সবাইকে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 



এই পাতার আরো খবর