ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তেলেগু ভাষায় আসছে ধোনির প্রথম চলচ্চিত্র
অনলাইন ডেস্ক
ছবির পোস্টার হাতে ধোনি

প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তিনি ধোনি এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান করেছেন। আর তার স্ত্রী সাক্ষী সিং রাওয়াত তাতে প্রযোজকের দায়িত্ব পালন করছেন।

আগামী ২৮ জুলাই ধোনি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পেতে যাচ্ছে প্রথম সিনেমা ‘এলজিএম’, যেটির পুরো নাম ‘লেটস গেট ম্যারিড’। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে তেলেগু ভাষায়। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ ও ইভানা।

এছাড়া এতে আরও অভিনয় করেছেন- নাদিয়া, যোগী বাবু, মির্চি বিজয় প্রমুখ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রমেশ থামিলমানি। ছবিটি পরিচালনা করেছেন রমেশ থামিলমানি। 

ধোনি এন্টারটেইনমেন্ট বা চলচ্চিত্র প্রযোজনার বিষয়ে এতদিন সংবাদমাধ্যমে মুখ খোলেননি ধোনি ও সাক্ষী। অবশেষে চলচ্চিত্র নির্মাণের কাজ শেষ করেই বিষয়টি খোলাসা করলেন তারা।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর