ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেক্সিকান নির্মাতা ইনারিতুর ছবিতে টম ক্রুজ
অনলাইন ডেস্ক
টম ক্রুজ-ইনারিতু

‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজকে আগামীতে পর্দায় আনছেন মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতু। সিনেমাটি নিয়ে ইনারিতু বা ক্রুজের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি এই তথ্য জানিয়েছে।

মেক্সিকান এই নির্মাতা এর আগে ২০১৫ সালে ‘দ্য রেভেন্যান্ট' সিনেমা বানিয়ে জিতে নিয়েছিলেন অস্কার। এরপর দীর্ঘ বিরতি। নির্মাণে গেল বছরগুলিতে ইনারিতুকে আর পাওয়া যায়নি। এখন খবর এসেছে, তার আগামী সিনেমায় আসছে শিগগিরই। আর গল্প সাজানো হয়েছে ক্রুজকে নিয়ে।

‘২১ গ্রামস’, ‘বাবেল’, বিউটিফুল’, ‘বার্ডম্যান’ থেকে ‘দ্য রেভেন্যান্ট’ বানিয়ে খ্যাতি কুড়ানো ইনারিতু সেরা পরিচালনার জন্য দুবার অস্কার পেয়েছেন। টম ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং’ সিনেমায়। যে সিনেমায় অ্যাকশন আর স্ট্যান্ট দৃশ্যে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন এই অভিনেতা।

‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমা ‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’। আর এই সিনেমার বাজেট ২৯০ মিলিয়ন ডলার, যা এই ফ্র্যাঞ্চাইজির অন্য সিনেমা থেকে বেশি। শুধু তাই নয় ২ ঘণ্টা ৪৩ মিনিটের সিনেমা এই সিরিজের দীর্ঘতম সিনেমাও।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর