ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন
অনলাইন ডেস্ক

হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মারা যান তিনি। 

মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। দ্য হাঙ্গার গেমস ও ডোন্ট লুক নাউ সিনেমায় অভিনয় করে সাদারল্যান্ড বেশ প্রশংসা কুড়িয়েছিলেন।

ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে ও অভিনেতা কিফার সাদারল্যান্ড এক বিবৃতিতে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

দ্য ডার্টি ডজনস, এমএএসএইচ এবং ক্লুটে সিনেমায় সাদার‌ল্যান্ড অভিনয় করেন। 

কানাডার নিউ ব্রান্সউইকে শহরে জন্ম সাদারল্যান্ডের। ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডন চলে যান তিনি। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর