প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনটি আজ অনেক প্রাণবন্ত ছিল। তার স্বভাবসুলভ জবাব, পাল্টা প্রশ্ন দারুণ। ক্যাসিনোসহ অপরাধ দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরতে সত্যি গণমাধ্যম ব্যর্থ হয়েছে। তবে যতোটা এসেছিল ততোটা নিয়ে উদাসীন ছিল প্রশাসন।
জনগণের আশা মাথায় নিয়ে বলেছেন, শেয়ারবাজার ও ব্যাংক জালিয়াতির হোতারা রেহাই পাবে না। আশার খবর।
আরও বলেছেন, একজন সম্পাদক ব্যাংক চেয়ারম্যানকে ফোন করে বলেছেন, ঋণ পাশ না করে দিলে যা তা লিখে দেবেন। এই সম্পাদককে গ্রেফতার করা দরকার। প্রধানমন্ত্রী বলেছেন, কেউ রেহাই পাবে না, সময় মতো সাংবাদিকদের দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই যেখানে যে যতো বড় দুর্নীতিবাজই হোক তাকে ধরা হোক।
মুজিবকন্যা দুর্নীতিবিরোধী অভিযানে জয়ী হলে দেশ জয়ী হবে। ভয়কে তিনি বহু আগেই জয় করেছেন। এই যুদ্ধে দেশবাসী তার পাশে দাঁড়ান।আমরাও আছি। (ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/এনায়েত করিম