ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আত্মমর্যাদাহীন মানুষ শিল্পের জগতে বোঝা
ডা. গুলজার হোসেন উজ্জল
ডা. গুলজার হোসেন উজ্জল

একজন চলচ্চিত্র পরিচালক সিনেমা বানাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। সিনেমা শেষ পর্যন্ত বানিয়েছেন কিন্তু সেটা আর মুক্তি দিতে পারেননি। ভাল দাম পাননি বলে চ্যানেল আইকেও দেননি। শেষে পেটের দায়ে কাজ নিয়েছেন হোটেল বয়ের। এই গল্প তিনি টিভি সাংবাদিকের ক্যামেরার সামনে গিয়ে বলছেন এবং ভেউ ভেউ করে কাঁদছেন। মানে হোটেল বয়ের কাজটি তিনি খুব আত্মমর্যাদার সাথে করছেন তাও না। এটাকে তিনি তার জীবনের ব্যর্থতার চূড়ান্ত পর্যায় হিসেবে বিবেচনায় নিয়ে দেশের মানুষের কাছে সহানুভূতি কামনা করছেন। তিনি বলছেন, সবাই তাকে যেন সাহায্য করে। তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে সেটাও তিনি বলছেন।

শিল্প সংস্কৃতি মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যম। আত্মবিলোপের নয়। শিল্পের জন্য শহীদ হওয়া এবং শহীদ হয়ে ভেউ ভেউ করে কাঁদবার মত ইমোশনাল ফুল হওয়া এইসব বোকা মানুষ দিয়ে আমাদের কি হবে? এদের তো বেসিকেই গণ্ডগোল। এরা তাই আর কোন কাজে লাগে না। আত্মমর্যাদাহীন মানুষ শিল্পের জগতে বোঝা। মর্যাদাবোধই শিল্পের প্রাথমিক পাঠ। আফসোস, এই সব ইমোশনাল ফুলে ভরে গেছে এই দেশের শিল্প সংস্কৃতির অঙ্গন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর