ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পিয়াজ সংকটে কৃষিমন্ত্রীর কি কোনো ভূমিকা আছে?
শওগাত আলী সাগর
শওগাত আলী সাগর

পিয়াজ নিয়ে আমজনতা সংকটের কথা বললেও শিল্পমন্ত্রী দাবি করেছেন ‘পিয়াজের বাজার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি’। আচ্ছা, পিয়াজের বাজারে শিল্পমন্ত্রীর কাজ কি? শিল্পমন্ত্রীর তো শিল্পকারখানা দেখভাল করার কথা। তিনি পিয়াজ নিয়ে টানা হ্যাচড়া করছেন কেন? পিয়াজ কি শিল্পপণ্য?

জানা মতে, পিয়াজ কৃষিপণ্য। পিয়াজ সংকটে কৃষিমন্ত্রীর কি কোনো ভূমিকা আছে? তিনি কি এ নিয়ে কোনো কথাবার্তা বলেন? বাণিজ্যমন্ত্রী? পিয়াজের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সম্পর্ক অবশ্যই আছে। স্থানীয় বাজারে সংকট হলে, আমদানির প্রশ্ন আসলে বাণিজ্যমন্ত্রীর ভূমিকা সেখানে এসে পড়ে। কিন্তু পিয়াজে শিল্পমন্ত্রীর কামটা কি?

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/মাহবুব



এই পাতার আরো খবর