ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

'তাই যারা বলে আমরা কাউকে বাঁচাতে যাই না, তারা না জেনেই বলে'
মুস্তফা মল্লিক

যমুনা টেলিভিশনের সহকর্মী মনিরুল ইসলাম ক'দিন আগে এক নারীকে বাঁচিয়েছেন। এবার আমার কথা বলি। গত ২২ সেপ্টেম্বর ঢাকা কমার্স কলেজে গিয়েছিলাম একটি রিপোর্টের প্রয়োজনে। বিকেলে যাবার পথে দেখলাম রক্তাক্ত এক লোকসহ ৭০/৮০ জন মানুষ পেটাচ্ছে আর একটি লোককে। চারদিকে শত শত মানুষ দাঁড়িয়ে তা দেখছে।

আমি লক্ষ্য করা মাত্রই ছুটে গেলাম আক্রমণকারীদের দিকে। আমাকে দেখে এগিয়ে এলেন আরও দু-চারজন। রক্ষা পেল ওই ছেলেটি। ভিডিওতে যা এসেছে তা মূল ঘটনা সামান্য মাত্র। অতীতে এমন করেছি অনেক। কখনো বলিনি, কারণ এটা বলার বিষয়ও না।

তাই যারা বলে আমরা শুধু কাজই করি, ঘটনাস্থলে কাউকে বাঁচাতে যাই না, তারা না জেনেই বলে।

লেখক: সাংবাদিক

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর