ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ফেসবুকে স্বাধীনতাবিরোধীদের উল্লাস
অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রবিবার প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার থাকা বেশ কিছু নাম নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এই তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপুসহ পাঁচজনের নাম রয়েছে। 

এমনকি এই তালিকায় বরিশালের বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তীর বাবা গেজেটেড মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্ত্তী ও ঠাকুরমা উষা রানী চক্রবর্ত্তীর নামও রয়েছে। আর এই নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্লাস প্রকাশ করছেন স্বাধীনতাবিরোধীরা। মুক্তিযোদ্ধাদের নিয়ে নানা রকম আপত্তিকর পোস্ট দিচ্ছেন তারা।

এদিকে, বিষয়টি নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করছেন। অনেকেই বলছেন এই ধরনের একটি তালিকা প্রকাশে আরও সতর্ক হওয়া উচিত ছিল।    

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর