ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

গুগল আপার দেখানো দ্রুততম পথে...
মেহের আফরোজ শাওন
মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত

গুগল আপার দেখানো দ্রুততম পথে ৮ ঘটিকায় গুলশান ১ থেকে রওনা দিয়ে হাতিরঝিল পার হয়ে অল্পসময়ের (প্রায় ১৫ মিনিট) মধ্যে এফডিসি সংলগ্ন কারওয়ান বাজার সড়কে পৌঁছে গেলাম! তারপর ‘২২ মিনিটে বাড়ি ফিরুন’ এমন দেখানো পথে মাত্র আড়াই ঘণ্টা (!!!) অত্যন্ত সফলতার সাথে আমি বসে আছি।

বাদাম ভাজা/বুটভাজা টাইপ কিছু না পেয়ে কিছুক্ষণ দেশি স্টাইলের মিয়ানো পপকর্ন চিবালাম। তারপর সবচেয়ে অপছন্দের ফল বরই খেতে খেতে বরইওয়ালা খালার সুখ-দুঃখের কথা শুনলাম।

অল্প কিছুদিন আগে চাকরি নেয়া ড্রাইভারের তিনপুরুষের কে কি করে সেসব শুনে পার করলাম আধঘণ্টা। ইউটিউব খুলে ২৪ মিলিয়ন ভিউ হওয়া ভুল কথায় ভরা গান “সখীগো আমার মন ভালা না” পুরোটা শুনে ফেললাম! 

ফেসবুকে ইদানিংকালের ভাইরাল হওয়া বেশ কয়েকটি ওয়াজ শুনে বিনোদিত হবারও চেষ্টা করলাম। ৫০% ডিসকাউন্টে এক অনলাইন পেইজে ঝলমলে কাপড় বিক্রি হচ্ছে সেরকম একটা লাইভ দেখে আরও কিছুক্ষণ সময় পার করলাম। এরপর হঠাৎ চালু হয়ে গেল গায়ের রঙ ফর্সা করার এক যুগান্তকারী ক্রিম বিক্রির লাইভ ভিডিও! বিক্রেতার ভাষায় ‘ওয়ান্ডারফুল, দেখলে খেয়ে ফেলতে ইচ্ছা করা’ সেই ক্রিম নাকি “নিগ্রোদের মতো কালো রঙও ধবধবে ফর্সা করবে!” এমন অফার দেখে কিনে ফেলার লোভ সামান্য কষ্টে সামলে ফেলে সামনে তাকিয়ে দেখি এতোক্ষণে পৌঁনে দুই ইঞ্চি এগিয়ে গেছি!

উফফফ! আনন্দে আমার নাচতে ইচ্ছা করছে... কেবল পায়ে সামান্য ব্যথা আর বহুদিনের অনুশীলনের অভাবে নাচ ভালো হবে কিনা সেই দুশ্চিন্তায় আছি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর