ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নানান কিসিমের বলদামি আর ইতরামি দেখে বলতে চাই...
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

আমি যদিও সবাইরে সবসময় বলি, সাহস ছড়াই চলেন। কিন্তু আশেপাশে নানান কিসিমের মূর্খতা, বলদামি আর ইতরামি দেখে বলতে চাই, আতঙ্ক ছড়াই চলেন।

হে খোদা, আমাদের দিলের মধ্যে একটু আতঙ্ক দাও। একটু আতঙ্কিত করো আমাদের। আতঙ্কে আমরা যেনো ঘরে ঢুকে যাই। মূর্খ এবং আত্মঘাতী বীরত্ব দূর করে আমাদের নফসের মধ্যে একটু আতঙ্ক ঢেলে দাও। যেনো আমরা অনূধাবন করতে পারি করোনা ছেলেখেলা করতে আসে নাই এই ধরায়। যেনো আমরা বুঝতে পারি ইবাদত একা একা ঘরে বসেও করা যায়। যেনো আমরা নানা পদের তামাশা দেখতে রাস্তায় না যাই। যেনো আমরা বিশ্বাস না করি, করোনা আমাদের ধরবে না। আমীন।

বি.দ্র.- সরকারকে ধন্যবাদ দেরিতে হলেও সেনাবাহিনী নামানোর জন্য। এখন দয়া করে নিশ্চিত করি চলেন সেনাবাহিনীর ভাই-বোনদের কাছে যেনো পর্যাপ্ত প্রটেকটিভ গিয়ার থাকে, যেনো তারা নিজেরাই আক্রান্ত না হয়।

২. উপজেলা ভিত্তিক লকডাউন চালু করার জন্যও ধন্যবাদ। প্রয়োজনে আরও কঠোর হোন এবং লকডাউন বিস্তৃত করেন।

৩. তথ্যের স্বচ্ছতা এমনভাবে নিশ্চিত করেন যাতে জনগণের আস্থা তৈরি হয় সরকারি ভাষ্যে। দুর্যোগকালীন মুহূর্তে এই আস্থাটা খুব দরকার।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর