ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কেবল জার্মানি নয়, দক্ষিণ কোরিয়াতেও মৃত্যু হার কম
ডা. শুভাগত চৌধুরী
ডা. শুভাগত চৌধুরী

জার্মানিতে করোনা সংক্রমণ তেমন কম না হলেও মৃত্যু হার খুব কম কেন। বিজ্ঞানীদের কাছে প্রহেলিকা

পার্শ্ববর্তী অন্যান্য ইউরোপীয় দেশে মৃত্যু হার বেশি । আক্রান্ত ১০,০৮২ জন, কিন্তু মৃত্যু মাত্র ২৭ জনের। ইতালিতে মৃত্যু হার ৭.৯ শতাংশ আর জার্মানিতে ০.২ শতাংশ । অনেকে বলেন জার্মানিতে মাত্র দেখা দিয়েছে পরে মৃত্যু বাড়বে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেন, জার্মানিতে আছে আগ্রাসী টেস্ট পদ্ধতি আর এজন্য মৃদু সংক্রমণও ধরা পড়েছে । ‍ জার্মানির রবার্ট কক ইন্সটিউট এর অধ্যাপক লথার ওয়িলার বলেন, প্রথম থেকেই ডাক্তারদের বলা হয়েছিল লোকজনকে টেস্ট করতে । উচ্চ মাত্রায় টেস্টিং করায় মহামারীর প্রথম দিকটা বোঝা গিয়েছিল । করোনাভাইরাস দমনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্ত্র হল টেস্ট টেস্ট টেস্ট, আর বিশেষজ্ঞরা বলেন জার্মানির প্রবল আর তেজিয়ান টেস্টিং কর্মসূচি অনেক সংক্রমণ আগে ভাগে ধরেছে আর মৃত্যু হার কমেছে । ইতালিতে বয়স্ক লোকের সংখ্যা বেশি আর সেদেশের মানুষের গড় আয়ু বেশি। এদের মধ্যে দুর্ভাগ্য মৃত্যু হয়ত বেশি বলেও জানান রায়ান । তবে বয়স্ক হওয়াটা বড় কথা নয় জার্মানিতে আগভাগে সংক্রমণ শনাক্ত করাতে সংক্রমণ শৃঙ্খল অনুসরণ করা গেছে আর যারা সংক্রমণ প্রবণ বেশি এদের সংক্রমিত হওয়া অনেক রোধ করা গেছে। বার্লিনের খ্যাত নামা ভাইরোলজিস্ট ক্রিস্টিয়ান দ্রস্তেন ব্লেন বলেন, নতুন টেস্ট পদ্ধতি প্রবর্তনের নিয়ম নীতি আমাদের দেশে অনেক উদার। অন্যান্য দেশে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, যাতে অনেক কাল ক্ষেপণ হয়। কেবল জার্মানি নয় দক্ষিণ কোরিয়াতেও মৃত্যু হার কম জার্মানির হেলথ সিস্টেম অনেক সমৃদ্ধ এদের অনেক আইসিইউ আছে ইউরোপে কোথাও এত নাই । জার্মানিতে আইসিইউ শয্যা ২৮০০০ আর যুক্তরাজ্যে ৪০০০। আর ২৫০০০ শয্যায় আছে ভ্যানটিলেটার । এদের হেলথ কেয়ার ফান্ডিং অন্যরকম সে দেশে পাবলিক হেলথ ইন্সুরেন্স বাধ্যতামূলক । তবে এ নিয়ে জার্মানি তৃপ্ত তা নয়, এত মাত্র মহামারির শুরু

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর