ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

করোনাভাইরাসের প্রধান প্রতিষেধক হচ্ছে 'সঠিক তথ্য'
শওগাত আলী সাগর
শওগাত আলী সাগর

করোনাভাইরাসের প্রধান প্রতিষেধক হচ্ছে ‘সঠিক তথ্য’- অ্যাকুরেট ইনফরমেশন। কানাডার অন্টারিওতে কর্মরত চিকিৎসকদের সংগঠন অন্টারিও মেডিকেল এসোসিয়েশন সকল নাগরিকদের বলছে, One of the best ways to protect yourself and your family is to have accurate information.

অ্যাকুরেট ইনফরমেশন বা সঠিক তথ্য কোথায় পাওয়া যাবে? কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার নাগরিকদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের কথা শোনার জন্য। 

তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং কাানডার স্বাস্থ্য বিভাগের বাইরে আর কারো দেয়া তথ্য বিশ্বাস করার দরকার নাই।

অন্টারিও মেডিকেল এসোসিয়েশন তার ওয়েবসাইটে করোনা ভাইরাস সম্পর্কে অনেক রকম তথ্য দিয়ে রেখেছে। কানাডার স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের তথ্যগুলোও একেবারে হাল নাগাদ। মজার ব্যাপার হচ্ছে- বিশ্বস্বাস্থ্য সংস্থা, কানাডার স্বাস্থ্য বিভাগ আর চিকিৎসকদের সংগঠন অন্টারিও মেডিকেল এসোসিয়েশ এর তথ্যের মধ্যে কোনো পার্থক্য নাই। ফলে কারো ওয়েবসাইটে গিয়েই আপনি বিভ্রান্ত হবেন না। প্রত্যেকেই বলছে করোনার প্রথম প্রতিষেধক হচ্ছে ‘সঠিক তথ্য’- অ্যাকুরেট ইনফরমেশন’।

নাগরিকদের জন্য প্রত্যেক সংগঠনই দুটি প্রেসক্রিপশন দিয়ে রেখেছেন সেগুলো হচ্ছে (১) ঘরে থাকো, (২) দূরত্বে থাকো।

(ফেসবুক থেকে সংগৃহীত) লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম।

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর