ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

এই শ্রেণিভুক্ত প্রাণিদের চেহারা দেখার ইচ্ছা পোষণ করছি
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

এই দুর্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কিছু কিছু বাড়িওয়ালা আবাসস্থল ত্যাগ করতে বলছেন! অন্যদিকে একটি এলাকায় লাশ বহন করতে খাটিয়া দিতে অপারগতা প্রকাশ করছেন কেউ কেউ!

এই বিশেষ শ্রেণিভুক্ত প্রাণিদের চেহারা দেখার তীব্র ইচ্ছা পোষণ করছি, একইসঙ্গে জানতে চাচ্ছি, এই প্রাণিদের কেউ কি কখনো ডাক্তারের সেবা গ্রহণ করেন নাই? আর লাশ বহনে খাটিয়া দিতে না চাওয়া জনতার কাছে বিশেষ জিজ্ঞাসা, সারাজীবন বেঁচে থাকবেন তো? নিজের লাশ কিভাবে গোরস্থানে যাবে তার হিসেব রেখেছেন?

আমরা অধিকাংশই কি কোনো না কোনোভাবে এরকম ঘৃণ্য মানসিকতার ধারক? এই নিচু মানসিকতার জন্য পেট থেকে দলা পাকিয়ে কিছু একটা বের হয়ে আসতে চায়! আপনাদের হয় না এমনটি?

নোংরা মানসিকতার এই বিশেষ শ্রেণির মানুষদের মাঝে বেঁচে থাকাটাই এক অভিশাপ!

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর