ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নীরবে দাঁড়িয়ে থাকা এই কারিগরের মৃত্যুদিন আজ
অজয় দাশগুপ্ত
লাকী আখান্দ

মানুষ কখনো ভাবেনি, মানুষকে তার শত্রু ভাবতে হবে। প্রিয়জনদের কাছ থেকে ও দূরত্ব বজায় রাখতে হবে তাদের। মঙ্গলের জন্য, বাঁচার জন্য এ এখন জরুরি।

একবার ভাবুন, খাওয়া, বাসন কোসন মাজা, কাপড় ভাঁজ করা, মলমূত্র ত্যাগ করা ছাড়া কি করার থাকতো আমাদের? কলহ আর একাকীত্ব কাটানোর বড় অবলম্বন আজ গান, নাটক, সিনেমাসহ নানা বিষয়ের অনুষ্ঠান। বিশেষত গান।

কঠিন সময়ে আজ যখন আমরা গান শুনবো একবার কি ফিরে তাকাবো না এই মানুষটির প্রতি? ছবিটি দেখুন, মনে হচ্ছে ঢাকার কোন গায়কের ছবি? আপদমস্তক একজন আধুনিক মানুষ। টেক্সাস হিরোদের মত হ্যাট, নিভৃতচারী কিন্তু সাহসী। সাহসী বলেই যৌবন উৎসর্গ করেছিলেন মুক্তিযুদ্ধে। ফাঁসি, শাস্তি আর রাজনীতির উল্লাসে এদের মনে রাখার সময় কই আমাদের?

হয়তো জানেন উনি গায়ক ছিলেন। এটা জানেন তার সুর তার লেখা গানে বাঙালি মাতান কত শিল্পী? তারা কেউ বলেও না তার কথা। গায়ক গায়িকা মূখ্য সমাজে গীতিকার সুরকার নেপথ্যের মানুষ। অথচ সামিনার গাওয়া কবিতা পড়ার প্রহর এসেছে গানটি, যে টি তার জীবনের সেরা গান বানিয়ে দিয়েছিলেন ইনি। কুমার বিশ্বজিত আর কোন গানের জন্য কালজয়ী হবেন কি না সন্দেহ আছে। যে গানটি কাল পেরিয়ে টিকে যাবে 'যেখানে সীমান্ত তোমার, সেখানেই বসন্ত আমার' তার সৃষ্টি এক অসাধারণ গান। সাবিনা ইয়াসমিন থেকে হ্যাপি আখন্দ ঝলমলে গানের ভূবনে নীরবে দাঁড়িয়ে থাকা এই কারিগরের মৃত্যুদিন আজ।

করোনা সংকট যখন থাবা মেলছিল তখন সিডনিতে শেষ কনসার্ট করে গেছিলেন ওপার বাংলার প্রিয় শিল্পী অঞ্জন দত্ত। জেনেছি, অঞ্জন দত্ত তার কথা বলে শিশুর মতো কেঁদে গেছেন।

আমায় ডেকো না, ফেরানো যাবে না এই গানেই ফেরারী হয়ে আছেন তিনি।

আজ আমি মনে মনে, দীপজ্বালা রাত জানি আসবে আবার ঘুচে যাবে হৃদয়ের সকল আঁধার নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে... গাইবো আর তাকে স্মরণ করবো।

বিদায় দিনে প্রণাম মুখর বাচাল সমাজের মিতবাক গায়ক লাকী আখন্দ।

(ফেসবুক থেকে সংগৃহীত)

 লেখক: অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী লেখক।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর