ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেদিন থেকেই দুনিয়াতে ভজঘট লেগে গেলো!
মোস্তফা সরয়ার ফারুকী

দেখলাম বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে “জেনে রাখো, করোনার বিরুদ্ধে বিজ্ঞান লড়েছিলো একা, কোনো ধর্ম নয়!”

আমি ঠিক বুঝতে পারি না বিজ্ঞানের সাথে ধর্মের ফুটবল খেলা কবে থেকে, কেমনে শুরু হইলো!

আবার কিছু কিছু হুজুরের ওয়াজে দেখি ধর্মের সাথে বিজ্ঞানের একটা হাডুডু খেলা বাঁধাইয়া দেন।

যেনো ধর্ম ইনজেকশন দিয়া রোগ বালাই দূর করবে আর বিজ্ঞান শিখাবে আধ্যাতিকতা-নৈতিকতা!

দেখে শুনে যা বুঝলাম, যেদিন থেকে বিজ্ঞানকে ধর্ম বানানোর এবং ধর্মকে বিজ্ঞান বানানোর চেষ্টা শুরু সেদিন থেকেই দুনিয়াতে ভজঘট লেগে গেলো!

ভেবেছিলাম করোনার কারণে এই অকারণ তর্ক বন্ধ হবে, মানুষ বিনয়ী হবে! কিসের মধ্যে কী!

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর