ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘বেগমপাড়ায়’ যারা থাকেন তাদের চাপ দেন
শওগাত আলী সাগর
শওগাত আলী সাগর

আপনাদের এখানে ‘বেগমপাড়ায়’ যারা থাকেন তাদের চাপ দেন- তাদের তো অনেক টাকা পয়সা আছে। করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় তারা মানুষের পাশে এসে দাঁড়াক, মানুষকে সাহায্য দিক।’-এই পরামর্শ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনের। 

টরন্টো সময় শুক্রবার রাতে কানাডার বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল দেশেবিদেশের এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এই পরামর্শ দেন। দেশে বিদেশের প্রধান সম্পাদক নজরুল মিন্টোর সঞ্চালনায় মন্ট্রিয়লে বসবাসরত সাংবাদিক সদেরা সুজনের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র এই মন্তব্য করেন।

কিছুদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন আলোচনায় ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায় করে করোনায় বিপদে পরা মানুষের জন্য ব্যয় করা নিয়ে কথাবার্তা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর এই পরামর্শ একই সুরের।

প্রাকৃতিক বিপর্যয় বা মানুষের দুর্ভোগ লুটেরা দুর্বৃত্তদের মনকে স্পর্শ করে না। ফলে করোনা পরিস্থিতি এই দুর্বৃত্তদের মনকে নাড়া দেবে- এই ধরনের ভাবনা অবান্তর। আইনের নির্মোহ প্রয়োগই লুটেরাদের জন্য একমাত্র পথ, সেটি ঢাকায় বসবাস করা ব্যাংক ডাকাত, ঋণখেলাপি হউক আর বেগম পাড়ায় বসবাস করা অর্থপাচারকারী লুটেরাই হউক।

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ



এই পাতার আরো খবর