ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবার তাঁরা ক্ষেপলে তুমি কিন্তু শেষ...
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

তোমরা যারা ছোটবেলায় মানুষের বাসার কলিংবেল টিপে দৌড় মারতে, তারা এই অভ্যাস ছাড়বে কবে বলতো?

এই সেই তোমরাই এখন প্রয়োজনে, অপ্রয়োজনে ফেসবুকে কান্ডজ্ঞানহীনের মতো অডিও ও ভিডিও কল করো, ইচ্ছেমতো বিভিন্ন গ্রুপে এ্যাডও করো! ভাবটা এমন যেন সকলে তোমার ওই বিশেষ গ্রুপে যুক্ত হবার প্রত্যাশায় প্রহর গুনছিল!

কেন করো?

আরে পাগল বাছা! খেলার ছলে যেটা করে পালিয়ে যেতে, সেখানে তো আর তোমাকে দেখা যেতো না ভাউ! কিন্তু বিশ্বাস করো ফেসবুকে যখন তুমি অডিও অথবা ভিডিও কল দাও অথবা বিভিন্ন অর্থহীন গ্রুপে যুক্ত করো তোমাকে কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যায়! জানো সেটা?

আই মিন প্রোফাইলে তোমার মিনসের মতো চাঁদমুখ খানা নাকি পরিস্কার দেখতে পাওয়া যায়! ছোটবেলায় যে চুরি করে ধরা খাওনি, সেটি বড়বেলায় করে ধরা খেয়ে যাচ্ছো এটা কেমন বিষয় হলো বলো!

অভিজ্ঞতারও তো একটা দাম আছে তাই নাহ! 

ওই যে মিনসে টা আছে না, ওহ বলেছে তোমাদেরকে একে একে ধরে ধরে ছ্যাচবে! মানে ব্লক করবে আর কি! ভুলেও আর অমন করোনা যেন! কি দরকার অযথাই নিজেদের মুখ দেখাদেখি বন্ধ করে!

ভাল মতো কলিংবেল টিপো আই মিন ফেসবুকিং করো, মানুষকে আর বিরক্ত করিও না যেন কেমন!

এবার তাঁরা ক্ষেপলে তুমি কিন্তু শেষ!

লেখক : অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর