ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমরা কি শিখবো কিছু উনার কাছ থেকে?
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

আমি ভাই কম বোঝা মানুষ! আমি খুঁজি ঐক্যের সূত্র, করি বৈচিত্রের মাঝে কমন গ্রাউন্ডের সুলুক সন্ধান! জগতের বহু কিছু আমাদের ভাগ করবে, আলাদা করবে। সে সব থাকবে, থাকুক! কিন্তু আমার চোখ খোঁজে কি কি আমাদের এক করে তার!

স্বাধীনতা আন্দোলনের সময় বঙ্গবন্ধুর আঙুলের ইশারায় এই জাতি দুলে দুলে উঠেছে, যেমন দোলে ফসলের মাঠ বাউলা বাতাসে! কারণ উনি হয়ে উঠতে পেরেছিলেন ইউনিফায়ার!

এই জাতির একটা ইউনিফায়ার দরকার এখন! অনেক হয়েছে ভাগ আর ভাগাভাগি! ডা. জাফরুল্লাহ চৌধুরীর মোহাম্মদ নাসিমের জানাজায় অংশ নেয়াকে আমি মনে করি আমাদের অনেকের জন্য রাষ্ট্রনীতির “ইউনিফায়ার লেসন ১০১!”

আমরা কি শিখবো কিছু উনার কাছ থেকে?

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর