ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিষাদের বলা গল্প সবটাই সত্যি
মেহের আফরোজ শাওন

নিষাদ পেয়েছিল প্রায় সাড়ে পাঁচ বছর। কিন্তু নিনিত দুইবছরও পায়নি... তার মাথায় বাবার কোনো স্মৃতিই নেই! সে তার ছোট্ট পৃথিবী হাতড়ে বেড়ায় বাবার একটু স্মৃতির জন্য... ‘আইয়া বাবা’র (বড়ভাইকে এ নামেই ডাকেন নিনিত সাহেব) কাছ থেকে শোনা বাবার গল্প তার বেশ পছন্দ!

নিষাদ: নিনিত জানো! তুমি তো ছোটবেলায় বাবার পিছে পিছে ঘুরতা। বাবাকে একটু রেস্ট নিতেও দিতা না। ক্যান্সারের মধ্যেও বাবা কোলে নিয়ে না হাঁটলে তুমি ঘুমাইতে পারতা না। নিনিত: (একটু অপরাধবোধ নিয়ে) আমি বাবাকে ঘুমাইতেও দিতাম না আইয়া বাবা? নিষাদ: নাহ। কোলে না নিলে তুমি বাবার পা ধরে ছ্যাঁচড়ার মতো বসে থাকতা। নিনিত: (চোখ বড় বড় করে) তাই আইয়া বাবা! নিষাদ: হ্যাঁ! আর যদি আমি একটু বাবার কোলে বসতাম- তুমি একটা হিংসুইট্যার মতো চিল্লায়ে ধাক্কা দিয়ে আমাকে কোল থেকে নামায়ে দিতা!

নিষাদের বলা গল্প সবটাই সত্যি। নিনিত এখনও তার ‘আইয়া বাবা’ (ভাইয়া বাবা) নিষাদকে বেশ হিংসা করে। ভাইয়ের ঝুলিতে বাবার কত্তো গল্প! তার ঝুলি একদম ফাঁকা...

আমার ছোট্ট নিনিত বাবাটা... তোমার জন্য অনেক অনেক আদর... তোমাকে বাবা দিবসের শুভেচ্ছা...

আমার বেস্ট ফ্রেন্ড, নিনিতের আইয়া বাবা নিষাদ, জানি তোমাকে অনেক দায়িত্ব নিতে হচ্ছে- তোমাকে বাবা দিবসের শুভেচ্ছা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর