ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কতো মানুষকে এভাবে সংক্রামিত করেছে রিজেন্ট হাসপাতালের মালিক?
আসিফ নজরুল
আসিফ নজরুল

ডা. জাফরুল্লাহর করোনা পরীক্ষার কীট নিয়ে মাসের পর মাস ধরে কি পরীক্ষা নীরিক্ষা, কতো ধরনের কথা চালাচালি সরকারের! আর লাইসেন্স ছাড়া, যন্ত্রপাতি ছাড়া এক ভুয়া হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর! সেও কোন নীরিক্ষা না করে!

অনুমতি পাওয়ার পর করোনকালে পরীক্ষা না করেই ৬ হাজার ভুয়া রিপোর্ট করেছে। প্রতিটি থেকে নেয়া হয়েছে ৩৫০০ টাকা করে। কতো মানুষকে এভাবে সংক্রামিত করেছে রিজেন্ট হাসপাতালের মালিক? কতো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারা। এ মৃত্যুর দায় কেন নিবে না স্বাস্থ্য অধিদফতর?

আরেকটা বিষয়। এমন নরপিশাচদের যাতায়াত দেশের রথী-মহারথী পর্যন্ত থাকে কিভাবে? এসবে মানহানি হয়না তাদের?

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর



এই পাতার আরো খবর