ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনা কানাডাকে আরও ঐক্যবদ্ধ, আর আমেরিকাকে করেছে বিভক্ত
শওগাত আলী সাগর
শওগাত আলী সাগর

পাশাপাশি দুটো দেশ- আমেরিকা-কানাডা। এবারের করোনায় দুটি দেশের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। আর এখন নতুন গবেষণায় দেখা যাচ্ছে- করোনা মহামারি কানাডাকে আরও ঐক্যবদ্ধ করেছে, আর আমেরিকাকে করেছে বিভক্ত।

দুর্যোগ মহামারি মানুষের মধ্যে, রাষ্ট্রের ভেতরে ঐক্য তৈরি করে- সাধারণভাবে মানুষ এটাই বিশ্বাস করে। কিন্তু এবারের করোনা মহামারির ক্ষেত্রে ঘটেছে তার উল্টো। এবারের মহামারির কালে অনেক দেশেই অনৈক্য প্রবল হয়েছে, বিভেদ বেড়েছে। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বাছাই করা ১৪টি দেশের উপর জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক একটি জরিপ সংস্থা।

নাগরিকদের মতামতের ভিত্তিতে তৈরি করা এই জরিপের ফলাফলে দেখা যায়, করোনা সবচেয়ে বেশি বিভেদ তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়েছে ডেনমার্ক। রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে ঐকমত্য তৈরি হওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর