ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বুইঝছো? বুইঝাও লাভ নাই এখন খালি ভুগতে থাকো
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

আমার এক দাদী বলতো, শোনো নাতি তুমি যখন কাউরে খেতে দিবা তখন সে বসতে চাইবে, বসতে দিলে শুতে চাইবে...যতই তুমি দিবে, ততই তাহারা নেবে আর তোমার বদনাম গাহিবে...! (খাবারটা জুতের হয় নাই; নুন কম! ঝাল বেশি এসব কইবে)।

এই যে তুমি খালি দিয়া গেলা তাতে লাভ কি হইলো কওতো দেখি? লাভ হইলো যারা দেয় নাই কিছু, এরা সবাই ভালা মানুষ আর তুমি হইলা গিয়া জন্মের খারাপ আর সারাজীবন খারাপই থাকবা! বুইঝছো? বুইঝাও লাভ নাই এখন খালি ভুগতে থাকো।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পল্লবী জোন গোয়েন্দা বিভাগ (ডিএমপি)।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর