ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'গিনসবার্গ ছিলেন ন্যায়ের পক্ষে, নিপীড়িতের পক্ষে'
মোস্তফা সরয়ার ফারুকী
রুথ বেদার গিনসবার্গ

রুথ বেদার গিনসবার্গের জন্য সারা দুনিয়া জুড়েই মানুষ শ্রদ্ধা জানাচ্ছে, আমেরিকার মানুষতো জানাচ্ছেই! তাকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, সিনেমা হয়েছে, তার জীবদ্দশাতেই! কিন্তু কে ছিলেন উনি! একজন বিচারপতি! যার এইরকম পাবলিক সেলেব্রিটির মতো আলোচনা বা ভালোবাসায় থাকার কথা না! কেনো ছিলেন? কারণ উনি ছিলেন ন্যায়ের পক্ষে, নিপীড়িতের পক্ষে, সব মানুষের অধিকারের পক্ষে, ভবিষ্যতের পক্ষে!

আমাদের দেশের বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আমি ভাবার চেষ্টা করছি আমরা কবে এরকম বিচারপতি পাবো যাকে নিয়ে এইরকম কথা লেখা যাবে বা এইরকম প্রতিক্রিয়া হবে যার মৃত্যুতে? আগে নিশ্চয়ই এরকম ছিলেন কয়েকজন! কিন্তু এখন কি আছেন এইরকম কেউ? জানা আছে আপনাদের? 

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর