ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করণ জোহরের কোয়ালিটি আমাদের পরিচালকদের থেকে খুব বেশি উন্নত নয়
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

'কাভি খুশি কাভি গাম' চলচ্চিত্র কয়েকবার দেখেছি! খেয়াল করে দেখলাম এটা পুরাই একটা আবোল, তাবোল চলচ্চিত্র।

যদিও খেয়াল করলে দেখা যাবে, করণ জোহরের সব ফিল্মই প্রায় গাঁজাখুরি গল্পের পসরা সাজিয়ে বসে।

# এই যেমন ধরেন জয়া বচ্চন নিজের আপন ছেলে ঋতিক রোশানের রুমে আসা, যাওয়া কিচ্ছু টের পায় না, অথচ টের পায় পালক সন্তান শাহরুখ খান কখন হেলিকপ্টার থেকে নামে, কখন শপিংমলে আসে!

# এই মুভিতে কাজলের ইংলিশ পড়ুয়া ছেলেকে দিয়ে ইংরেজি গানের পরিবর্তে ভারতীয় জাতীয় সংগীত গাইয়ে ফেলে একইসাথে ব্রিটিশ বাচ্চাগুলোও এতো অল্প সময়ে এতো কঠিন গান শিখে ফেলে! তাও কখন শিখলো সেটির কোনো অস্তিত্বই নেই।

# ঋতিক অমিতাভের কাছ থেকে চটকানা খেয়ে বলে, আপনি ভাইকে অনেক ভালোবাসেন, আমি বুঝে গেছি। মানে কেমনে কি এসব?

# শাহরুখ - ঋতিক কোলাকুলি করে ইংল্যান্ডে আর জয়া বচ্চন টের পেয়ে যায় ইন্ডিয়াতে। # কাজল মেয়ে হয়ে জানেনা, স্বামীর জন্য উপোস থাকার দিনে শাশুড়ির কাছ থেকে সারগি না কি আসে অথচ ঋতিক রোশান ঠিকই জানে।

কেমনে জানোস রে ভাই, আগের জনমে কি কারিনা ছিলি? আরও বহু কিছু আছে, লিখতে ইচ্ছে করছে না! কান্না আর আবেগই করণের মূল শক্তি।

আমরা শুধু আমাদের বাণিজ্যিক চলচ্চিত্রকে পঁচাই, আর অন্য মুভি খুব পছন্দ করি! আসলে আজাইরা কাহিনী দিয়ে ওরাও ভর্তি! শুধু উপস্থাপন, বিগ বাজেট আর মেইকিং এই গাঁজাখুরি গল্প গিলতে সাহায্য করে আমাদের!

নয়তো করণ জোহরের কোয়ালিটি আমাদের পরিচালকদের থেকে খুব বেশি উন্নত নয় বরং কারো কারো চেয়ে বেশ নিচেই।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : এডিসি মিডিয়া অ্যান্ড পিআর

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর