ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'অভিনেত্রী হওয়ায় কি আমার কোনো মতামতই থাকতে পারে না?'
নুসরাত ফারিয়া
সংগৃহীত ছবি

কেন আমাদের সবাইকে একটি সহজ বিষয় এতটা জটিল করে তুলতে হবে? যদি কারও কথা অনুভূতিতে আঘাত করে আমার কি সেটা জানানোর অধিকার নেই? নাকি অভিনেত্রী হওয়ায় আমার কোনো মতামতই থাকতে পারে না? আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন যে কোনো কিছুর বিষয়ে বলার ২০০ ভাগ অধিকার আমার আছে।

আজ শনিবার বিকেলে নুসরাত ফারিয়া ফেসবুকে এসব কথা লিখেছেন। তিনি আরও লিখেছেন, এটা আমার অনুভূতি এবং আমি যেভাবেই হোক এটা প্রকাশের অধিকার রাখি। এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার মানসিকতা আপনাদের, আমার নয়।

উল্লেখ্য, ফেসবুকে ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছিলেন নুসরাত ফারিয়া। এতে তিনি জানান, তিনি নিজের ফরাসি ব্র্যান্ডের ঘড়ি ফেলে দিয়েছেন। তার ফরাসি পণ্য বয়কট সংক্রান্ত সেই পোস্টে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন নেটিজেনরা। অনেকেই নুসরাতের অবস্থানের প্রতি সাধুবাদ জানিয়েছেন। কেউ আবার সেটি নিয়ে প্রশ্ন তুলে নানা যুক্তি দাঁড় করাচ্ছেন। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর