ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা কিনা মাথা বিকিয়ে বসে আছে!
আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম

ভদ্রলোকের মতামত জানতে চাওয়া হয়েছিলো। তিনি বলেছেন- এই বিষয়ে আমি কথা বলবো না! 

কি চমৎকার ব্যাপার। 

কলেজ'টি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছে সেটাও এক যুগের বেশি পার হয়ে গিয়েছে। পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী'রা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে নিজদের আবাসিক হলের জন্য। এদের থাকার সেই অর্থে কোন জায়গা নেই। অথচ এই বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকটি আবাসিক হল ছিল। যে গুলো দখল হয়ে গিয়েছে। 

এখনও বোধকরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই হলগুলো দখল মুক্ত করার জন্য আন্দোলন করছে। এর মাঝে তিন'টা আবাসিক হল দখল করে রেখেছে কে জানেন? সাংসদ হাজী সেলিম! অন্তত টেলিভিশনের খবর দেখে সেটা'ই জানতে পেরেছি! 

হ্যাঁ, যার ছেলে এইতো দিন দুয়েক আগে এক নৌবাহিনীর কর্মকর্তাকে মেরে দাঁত ফেলে দিয়েছে! যার বাসায় নানান সব অবৈধ জিনিস পাওয়া গিয়েছে! যাকে এক বছরের সাজাও দেয়া হয়েছে। এই হাজী সেলিম একটা বিশ্ববিদ্যালয়ের তিনটা আবাসিক হল দখল করে দিব্যি সেখানে ব্যবসা করছেন! সেখান থেকে ভাড়াও তুলছেন! 

কি চমৎকার ব্যাপার!

তো, এই ব্যাপারে টেলিভিশনের সাংবাদিক, বিশ্ববিদ্যালয়টির ভিসি'কে মন্তব্য করতে বললে; তিনি বলেছেন 

-আমি এই ব্যাপারে মন্তব্য করবো না। 

এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা। সামান্য প্রতিবাদ করার সাহসটুকু নেই!

অবশ্য মন্তব্য করবেন কি করে! আপনি নিজে ভিসি হয়েছেন কিভাবে?

নিশ্চয় এইসব মন্ত্রী-এমপি এদের কাছে নিজেকে বিকিয়ে দিয়ে। এখন এদের বিরুদ্ধে কি আর কথা বলা যায় নাকি! 

এই ভিসি ভদ্রলোক মাঝ রাতের টেলিভিশনের টক'শো গুলোতে কত নীতিবাক্য বলে বেড়ান। মানবাধিকারের কথা বলেন। বাকস্বাধীনতার কথা বলেন। 

অথচ সামান্য একটা বিষয়ে তাকে মন্তব্য করতে বলা হয়েছে- তিনি বাকরুদ্ধ হয়ে বসে আছেন!  

এরাই আমাদের বুদ্ধিজীবী সমাজ। এদেরকে'ই আমাদের সংবাদ মাধ্যমগুলো বুদ্ধিজীবী বানিয়ে বসে আছে!  যারা দিনে-রাতে বিকোয়।

অথচ বিশ্ববিদ্যালয়গুলো হবার কথা ছিল জ্ঞান চর্চার জায়গা। যেখানে ছাত্র- শিক্ষক, যে কোন অন্যায়ের প্রতিবাদ করবে। তর্ক-বিতর্ক করবে! সেই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা কিনা মাথা বিকিয়ে বসে আছে! এদের কাছ থেকে ছাত্ররা আসলে কি শিখবে?

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর