ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইতিহাস রচিত হল আজ
তসলিমা নাসরিন

আমেরিকার ভোটাররা এবারের নির্বাচনে জো বাইডেন আর কমলা হ্যারিসকে জেতানোর চেয়ে ভোম্বলটাকে হারানোর চেষ্টাই করেছে। শেষে কী কাণ্ডটাই না করলেন উনি। গণতন্ত্র, নির্বাচন, ভোট সবকিছুকে নর্দমায় ডুবিয়ে দিলেন। উনি জিতলেই নির্বাচন ট্রিমেন্ডাস, উনি না জিতলেই ফ্রড!

দুই নম্বরী গণতন্ত্রে  দুই নম্বরী রাজনীতিকরা যে ভাষায় কথা বলে, তিনি ঠিক সেভাবে কথা বলেছেন। তার দলের লোকেরাই তার এই আচরণকে ছিঃ! ছিঃ! করেছে।

আমি খুশি কারণ এই প্রথম একজন মহিলা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ইতিহাস রচিত হল আজ। বলা যায় না, উনিই হয়তো আমেরিকার প্রেসিডেন্ট হবেন একদিন। আবার রচনা করবেন ইতিহাস।

এই যে মানুষ রাস্তায় নেমে উৎসব করছে, পরিণাম কী হয় কে জানে! ট্রাম্পের নির্বাচনী  র‍্যালির কারণে এখন অবধি কিন্তু  ৩০,০০০ কোভিড, আর ৭০০ মৃত্যু।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর